অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

নীল নক্ষত্র

  

নীল নক্ষত্র
=================
মহাজিস মণ্ডল
=================



পায়ে পায়ে ক্রমান্বয়ে এগিয়ে যাই

চারপাশে রক্ত,ক্ষয়িষ্ণু ডানা

নিথর পাতারা পড়ে থাকে

বুকে গহীনে দহনের অন্ধকার

বিষাদে ছেয়ে গেছে বাতাস

নদী, জল, সমস্ত ইমারত

হায়, এ কোন সময়ে বন্দী

সর্বত্র দেখি ধ্বংসের রূপকথা

শুধু আকাশের দেশে

একটা নীল নক্ষত্র জ্বলে একা ...






1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন