=================
রথীন পার্থ মণ্ডল
=================
মাঝে মাঝে নিজেকে কেমন একটা বৃক্ষের মতো মনে হয়। বরফ ঢাকা পাহাড়ি গাছ। ঋজু সুঠাম নধর দেহে দাঁড়িয়ে আছি। এখুনি কোথাও থেকে একটা ষাঁড় এসে গুঁতিয়ে দিলেই হয়তো হুড়মুড়িয়ে পড়ে যাবো। তাই কি? সত্যি সত্যিই কী পড়ে যাবো না কি? কী জানি, তবে একেবারে ধরাশায়ী হয়ে পড়ে যাবো না বলেই মনে হয়।
আসলে গাছেদের তো শিকড় থাকে। মাটিতে ছড়িয়ে থাকে তার বাহু। কামড়ে ধরে থাকে মাটি।
আমিও তোমাকে...
খুব সুন্দর
উত্তরমুছুন