অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় জয়ন্ত

  

 

জলযাত্রা 
================
জয়ন্ত চট্টোপাধ্যায়
================

এবার একটু জলের গল্প হোক।ঝরঝর ঝিরঝির
অবিশ্রাম শব্দে ভেতরের পর্দা-পাপোশ জলভারে মুক্ত।
আমরা কাগজের নৌকোদিনে ঢুকে যেতে পারি।
নিস্তেজ সাপের চোখে দুএকটা ইঁদুর দোলানো যাক।
প্রবৃত্তি প্রক্ষোভের নাড়া ধরে টান প্রণোদিত শুক্রাণুকণার
মতো আকাশের দিকে একমুখি হাওয়াই ছুটুক।
এইসব কথা শুধু দগ্ধ স্লোগান।প্রতিবাদ।প্রেমের বাতাস
লাগুক।শ্রাবণমেঘ লিপিধর লিপিবহ নয় -- কবির এই
মন্ত্রটিকে মেলে দিলে সন্দেহ থাকে না এ মেঘ বাহক নয়
ধারক।জাগানিয়া মেঘের কাছে ভেজার শপথ রাখি।
জাগুক শব্দ ও ছন্দের দ্বন্দ্বহীন প্রেম
প্রবল স্রোতের
সাথে ভেসে যাক যা কিছু বন্ধন।আসুন সাঁতার শিখি।
বিবিধ কৌশল শুধু নিজেকে বাঁচিয়ে দেওয়া নয়
ভাসিয়ে দেওয়া ডুবিয়ে দেওয়া মনের গভীর থেকে
তুলে আনা প্রেম নামের মুক্তোদানা নিটোল নিখুঁত
সজল মেঘের বুকে হারানোর প্রাণিত আশ্বাস।





1 টি মন্তব্য: