অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় দীপঙ্কর

 

 

মিলনোৎসব
==============
দীপঙ্কর সরকার
==============



একান্তে মিলেছি নির্জন । দীর্ঘ বিচ্ছেদ শেষে

ঘাসবন কেঁপে ওঠে । স্মৃতি ভারে নুয়ে আছি

তরঙ্গ অভিঘাতে যেমন ফুরায় যৌবন ।


শান্ত সৈকতের মতো এতকাল নীরবে সয়েছি

মরুঝড় , বেদনার গাঢ় নীলে নীল হয়ে গেছি ,

কাউকে বলিনি কিছু আম কুড়ানোর মতো দু -

হাতে কুড়িয়েছি সমগ্র সন্তাপ ।


সমস্ত বিদ্বেষ ঝেড়ে ফেলে আজ আবার মিলেছি

নির্জন । আজ আর অনুযোগ নয় , কেবল অনুরাগ

অনুরাগে সিক্ত হোক চারিচক্ষু যুগল নয়ন ।





1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন