অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ জুলাই, ২০২১

কবিতায় পূরবী

 

 

বৃষ্টি এলো
===============
পূরবী শাসমল
===============

বৃষ্টি নামে চোখের কোনে

আকাশ জুড়ে মেঘ,

আমার কাছে জীবন যেটা

তার কাছে আবেগ।



ঝাপসা কাঁচের আবছা আলোয়

মুখ ঢেকেছি তাই,

চক্ষু জুড়ে শুধুই প্লাবন

হৃদয়ে সুখ নাই।



আকাশ জুড়ে মনখারাপের

আঁধার কালো রূপ,

দিনের আলো নিভে এলো

পাখিরা নিশ্চুপ।

পায়ে পায়ে রাত্রি নামে

মুছে দিনের আলো,

আঁধার ঘরের একলা কোন

এখন আমার ভালো।




1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন