জল-যমুনার তরজা--রাত
======================
বদরুদ্দোজা শেখু
======================
আজ সারারাত বৃষ্টিপতন টিনের চালের ঝ্রিমঝ্রিম
খড়ের চালে গুমরে বাদল মেঘের মাদল দ্রিমদ্রিম
হিমেল হাওয়ার পানির ঝাপটা-- ঝড় বাদলের ঝগড়া
বৃষ্টি এখন বর্ষারাণীর মেহেরবানির মুখড়া
রাস্তাগুলো নদী হলো, মরা নদী জমকে'
কল্লোলিনী সাগরিকা, অববাহিকা থমকে',
নাওঘাটাতে কই পাটাতন ? কোথায় নৌ-বন্দর ?
কোন্ পাহাড়ে ধ্বস নেমেছে ? থেমেছে পথ-প্রান্তর ?
ভাগাড়গুলো ভাসলো বেতাল , মাতাল হলো ইন্দ্র
কোন্ বাড়িতে ভাঙছে দেওয়াল ? চালচুলোতে ছিদ্র ?
দালানগুলো প্রেতের পুরী, কুটীরগুলো ক্লিষ্ট---
প্রেতেরা খায় আনন্দ-ভোজ, হায় মানুষের অদৃষ্ট !
আকাশ বাতাস অন্তরীক্ষে বাজছে কোনো বংশী ?
আত্মহারা পাগলপারা কান্নায় বিধ্বংসী
চারিদিকে নির্জনতায় কোন্ বেদনা ঘুরছে ?
কোন্ পুরুষের বিপন্নতা অন্তর্দাহে পুড়ছে ?
ঢেউ ভাঙছে পাড় ভাঙছে , ভাঙছে ঘরসংসার
হৃদ-মাঝরে চূর্ণী ফেনি পদ্মা গঙ্গা তোলপাড়
এখন আমি মগ্ন বিভোর দগ্ধ ও দরিদ্র
বন্যা-খরার দহন-জ্বালায় বিপন্ন বিনিদ্র
আনন্দ আর বিষণ্ণতা এক মোহনার পানসি
কখনো বিভাস কখনো উদাস কখনো যেন আমসি !
ভীষণ একা এই মুহূর্ত বিমূর্ত ও বিহ্বল
ঘুমের মহল শ্রমের মহল জল-যমুনায় ছলাৎছল
ঝিমোয় স্মৃতি শৈশব ও চৌদ্দ পুরুষের চাষ
এই পৃথিবী পাহাড় ঢিবি সবার সমুদ্র-বাস,
চলছে এতেই স্বপ্নবপন জীবনযাপন- চর্যা ।
এবার হবে রাজনীতি আর ত্রাণকার্যের তরজা--
জাতের অঙ্ক শেষ হবে না, মারামারির খড়্গ
শেষ হবে না, শেষ হবে না কে আপন ,কে পর গো !
চলবে এমন বিপন্নতা শতাব্দী-সন-বর্গে
জীবন----- জীয়নকাঠির স্বর্গে , মরণকাঠির মর্গে !!
======================
বদরুদ্দোজা শেখু
======================
আজ সারারাত বৃষ্টিপতন টিনের চালের ঝ্রিমঝ্রিম
খড়ের চালে গুমরে বাদল মেঘের মাদল দ্রিমদ্রিম
হিমেল হাওয়ার পানির ঝাপটা-- ঝড় বাদলের ঝগড়া
বৃষ্টি এখন বর্ষারাণীর মেহেরবানির মুখড়া
রাস্তাগুলো নদী হলো, মরা নদী জমকে'
কল্লোলিনী সাগরিকা, অববাহিকা থমকে',
নাওঘাটাতে কই পাটাতন ? কোথায় নৌ-বন্দর ?
কোন্ পাহাড়ে ধ্বস নেমেছে ? থেমেছে পথ-প্রান্তর ?
ভাগাড়গুলো ভাসলো বেতাল , মাতাল হলো ইন্দ্র
কোন্ বাড়িতে ভাঙছে দেওয়াল ? চালচুলোতে ছিদ্র ?
দালানগুলো প্রেতের পুরী, কুটীরগুলো ক্লিষ্ট---
প্রেতেরা খায় আনন্দ-ভোজ, হায় মানুষের অদৃষ্ট !
আকাশ বাতাস অন্তরীক্ষে বাজছে কোনো বংশী ?
আত্মহারা পাগলপারা কান্নায় বিধ্বংসী
চারিদিকে নির্জনতায় কোন্ বেদনা ঘুরছে ?
কোন্ পুরুষের বিপন্নতা অন্তর্দাহে পুড়ছে ?
ঢেউ ভাঙছে পাড় ভাঙছে , ভাঙছে ঘরসংসার
হৃদ-মাঝরে চূর্ণী ফেনি পদ্মা গঙ্গা তোলপাড়
এখন আমি মগ্ন বিভোর দগ্ধ ও দরিদ্র
বন্যা-খরার দহন-জ্বালায় বিপন্ন বিনিদ্র
আনন্দ আর বিষণ্ণতা এক মোহনার পানসি
কখনো বিভাস কখনো উদাস কখনো যেন আমসি !
ভীষণ একা এই মুহূর্ত বিমূর্ত ও বিহ্বল
ঘুমের মহল শ্রমের মহল জল-যমুনায় ছলাৎছল
ঝিমোয় স্মৃতি শৈশব ও চৌদ্দ পুরুষের চাষ
এই পৃথিবী পাহাড় ঢিবি সবার সমুদ্র-বাস,
চলছে এতেই স্বপ্নবপন জীবনযাপন- চর্যা ।
এবার হবে রাজনীতি আর ত্রাণকার্যের তরজা--
জাতের অঙ্ক শেষ হবে না, মারামারির খড়্গ
শেষ হবে না, শেষ হবে না কে আপন ,কে পর গো !
চলবে এমন বিপন্নতা শতাব্দী-সন-বর্গে
জীবন----- জীয়নকাঠির স্বর্গে , মরণকাঠির মর্গে !!
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুনKhub sundar
উত্তরমুছুন