জল
===================
হামিদুল ইসলাম
===================
===================
হামিদুল ইসলাম
===================
তোমাদের পায়ে হেঁটেছি কতোদিন। জলের পদক্ষেপে চিনেছি
পৃথিবীর মাটি
কপিল শব্দে ঘুম ছুঁয়ে যায় লাজুক জল
জলের আড়ালে হারাচ্ছে মানুষ
আমি শুনতে পাই না ডাক
হাওয়া ডাকে জলে
নদী ডাকে
শব্দরা পাখির মতো উড়ে যায় জলের নরম জাজিম
হৃদয়ে ভাঙছে এলেবেলে জীবন
বাঁকে বাঁকে ভাঙছে ক্ষরণের জল
তীব্র জলের প্রহর
এখনো ত্রিকোণভূমিতে জলের শীৎকার
চোখের জলে ভেসে যাচ্ছে সমুদ্র
ধূসর পাণ্ডুপিলি ঘেমে উঠেছে জলের মৃত্যু শয্যায়
আমার কবিতার মধ্যে ঢুকে পড়েছে জল
পালতোলা নৌকোয় জলের উৎসব
জলে ডুবে যাচ্ছে বাতিঘর
অন্ধকার জল
পৃথিবীর মাটি
কপিল শব্দে ঘুম ছুঁয়ে যায় লাজুক জল
জলের আড়ালে হারাচ্ছে মানুষ
আমি শুনতে পাই না ডাক
হাওয়া ডাকে জলে
নদী ডাকে
শব্দরা পাখির মতো উড়ে যায় জলের নরম জাজিম
হৃদয়ে ভাঙছে এলেবেলে জীবন
বাঁকে বাঁকে ভাঙছে ক্ষরণের জল
তীব্র জলের প্রহর
এখনো ত্রিকোণভূমিতে জলের শীৎকার
চোখের জলে ভেসে যাচ্ছে সমুদ্র
ধূসর পাণ্ডুপিলি ঘেমে উঠেছে জলের মৃত্যু শয্যায়
আমার কবিতার মধ্যে ঢুকে পড়েছে জল
পালতোলা নৌকোয় জলের উৎসব
জলে ডুবে যাচ্ছে বাতিঘর
অন্ধকার জল
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন