যাপন
================
পুষ্পিতা মুখার্জি
================
জলপ্রপাত কড়া নাড়ে মেতে ওঠার অপেক্ষায়
ভাসমান তরী ডাকে নিঃশব্দ চাহনিতে,
বৃষ্টিস্নাত উঠোন বলে জল মেখে নিও একলা বেলায়
তোমার হৃদয়ের স্নিগ্ধ ধারার ছাতটিতে...
তবু মেতে ওঠা চার দেওয়ালের মায়ায়
মেতে ওঠা জল নিংড়ানো শাড়ির পাড়ের ভাঁজে,
তবুও গোছানো তাক, আজও কিসের প্রতীক্ষায়
সাজানো সামিয়ানাতেই আরামের ঘুম খোঁজে..
তবে কি শব্দেরা শুধু সত্যি কবিতায়?
বৃষ্টি শুধু কল্পনায় ছবি আঁকে?
উত্তর কোনো হলুদ ছেঁড়া পাতায়
হয়তো খুঁজে পাব পথের কোনো বাঁকে...
================
পুষ্পিতা মুখার্জি
================
জলপ্রপাত কড়া নাড়ে মেতে ওঠার অপেক্ষায়
ভাসমান তরী ডাকে নিঃশব্দ চাহনিতে,
বৃষ্টিস্নাত উঠোন বলে জল মেখে নিও একলা বেলায়
তোমার হৃদয়ের স্নিগ্ধ ধারার ছাতটিতে...
তবু মেতে ওঠা চার দেওয়ালের মায়ায়
মেতে ওঠা জল নিংড়ানো শাড়ির পাড়ের ভাঁজে,
তবুও গোছানো তাক, আজও কিসের প্রতীক্ষায়
সাজানো সামিয়ানাতেই আরামের ঘুম খোঁজে..
তবে কি শব্দেরা শুধু সত্যি কবিতায়?
বৃষ্টি শুধু কল্পনায় ছবি আঁকে?
উত্তর কোনো হলুদ ছেঁড়া পাতায়
হয়তো খুঁজে পাব পথের কোনো বাঁকে...
খুব সুন্দর হয়েছে
উত্তরমুছুনআপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন