ফুটপাতের যীশু
=====================
জয়তী
=====================
ফুটপাতের শীত রাত্রি
তুষারপাতের অন্ধকারে জন্ম নিলো কয়েক লক্ষ যীশু
মেরীর স্তনের গভীরে ক্ষয়িষ্ণু পৃথিবীর হাহাকার
গীর্জায় বারোর কাঁটায় শুরু হয় বড়োদিনের উৎসব-
সেই যীশুকে আজও ছুঁতে পারিনি
ওর কনকনে শীতের দিনের আগুন পোহাতে পারিনি-
রেল কামরায় ওর হাতে মুখে জুতোর কালি,
পড়ে থাকা বিকলাঙ্গ দেহে ক্ষুধার্তের করুণ আর্তি;
খুচরো পয়সায় দয়া দাক্ষিণ্যে ওদের উপোষী গান কিনি
পারিনি শীর্ণ হাড়ের কর্কশ শিঙায় শুদ্ধ স্বর জুড়তে –
পরম আত্মার কাছে যতবারই পৌঁছাতে চেয়েছি
ফুটপাতের নিয়ন আলোর নীচে দেখেছি উইলো পাতারা কাঁপছে জ্বরে,
কয়েকটা তারা বহুদূর- আকাশে জ্বলছে টিমটিম
বেথেলহামের নক্ষত্রের চোখ থেকে গড়িয়ে আসছে নোনা সিম্ফনি -
=====================
জয়তী
=====================
ফুটপাতের শীত রাত্রি
তুষারপাতের অন্ধকারে জন্ম নিলো কয়েক লক্ষ যীশু
মেরীর স্তনের গভীরে ক্ষয়িষ্ণু পৃথিবীর হাহাকার
গীর্জায় বারোর কাঁটায় শুরু হয় বড়োদিনের উৎসব-
সেই যীশুকে আজও ছুঁতে পারিনি
ওর কনকনে শীতের দিনের আগুন পোহাতে পারিনি-
রেল কামরায় ওর হাতে মুখে জুতোর কালি,
পড়ে থাকা বিকলাঙ্গ দেহে ক্ষুধার্তের করুণ আর্তি;
খুচরো পয়সায় দয়া দাক্ষিণ্যে ওদের উপোষী গান কিনি
পারিনি শীর্ণ হাড়ের কর্কশ শিঙায় শুদ্ধ স্বর জুড়তে –
পরম আত্মার কাছে যতবারই পৌঁছাতে চেয়েছি
ফুটপাতের নিয়ন আলোর নীচে দেখেছি উইলো পাতারা কাঁপছে জ্বরে,
কয়েকটা তারা বহুদূর- আকাশে জ্বলছে টিমটিম
বেথেলহামের নক্ষত্রের চোখ থেকে গড়িয়ে আসছে নোনা সিম্ফনি -
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন