দরাজ হাত
===================
পাভেল আমান
===================
পাশে থাকার বার্তা দিয়ে
দুঃসময়ে হাতটি ধরো
মানুষ হয়ে জন্ম নিয়ে
মানবতার কাজটি করো।
বিপদ মাঝে সমাজ ডুবে
প্রতিকূলে পথের পানে
মানব শৃংখল যাচ্ছে উবে
অস্তিত্বের শেকড় টানে।।
কালের ব্যাধি এসেছে নেমে
পৃথিবী জুড়ে নানান দিকে
জীবনধারা গিয়েছে থেমে
দীপ্তি হীনে নিমেষে ফিকে।।
ভাঙা-গড়ার যাপন মাঠে
চলছে নিত্য খেলা
প্রেরণা লাভের মন্ত্র পাঠে
রসদ খুঁজি সারা বেলা।।
বাড়িয়ে রেখো দরাজ হাত
মানবিক ঐক্য ছোঁয়ায়
অচিরে ভুলি সমস্ত ঘাত
প্রসারিত স্নিগ্ধ ছায়ায়।।
===================
পাভেল আমান
===================
পাশে থাকার বার্তা দিয়ে
দুঃসময়ে হাতটি ধরো
মানুষ হয়ে জন্ম নিয়ে
মানবতার কাজটি করো।
বিপদ মাঝে সমাজ ডুবে
প্রতিকূলে পথের পানে
মানব শৃংখল যাচ্ছে উবে
অস্তিত্বের শেকড় টানে।।
কালের ব্যাধি এসেছে নেমে
পৃথিবী জুড়ে নানান দিকে
জীবনধারা গিয়েছে থেমে
দীপ্তি হীনে নিমেষে ফিকে।।
ভাঙা-গড়ার যাপন মাঠে
চলছে নিত্য খেলা
প্রেরণা লাভের মন্ত্র পাঠে
রসদ খুঁজি সারা বেলা।।
বাড়িয়ে রেখো দরাজ হাত
মানবিক ঐক্য ছোঁয়ায়
অচিরে ভুলি সমস্ত ঘাত
প্রসারিত স্নিগ্ধ ছায়ায়।।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন