অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

দুইটি ছেলে


 

দুইটি ছেলে
===================
রবীন বসু
===================


এই ছেলেটা ঘরে বসে

খেলা করে শুধু

ওই ছেলেটা মাঠেই ঘোরে

জীবনটা ধূ-ধূ।

এই ছেলেটা মায়ের আদর

খাচ্ছে দেখি খুব

ওই ছেলেটা হোমেই থাকে

মনে শুধুই দুখ।

এই ছেলেটা ইশকুলে যায়

স্বপ্ন আঁকে চোখে

ও যে দেখি শিশু শ্রমিক

ক্লান্ত চোখ বোঁজে।

এই ছেলেটা পুজো এলে

পরে নতুন জামা

ওই ছেলেটা গরীব দুঃখী

দেয় না জামা মামা।

এই ছেলেটার অনেক খেলনা

ভরা ওয়ার্ডরোব

ওই ছেলেটার নেই তো কিছু

শূন্য মায়াডোর।

দুটি শিশুই এই পৃথিবীর

নবীন আলোর ধারা

কেউ যেন বা সবুজ পাতা

কেউ বা আলো হারা !

২টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  2. আন্তরিক ধন্যবাদ জানাই 🙏

    উত্তরমুছুন