অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

নাম তার যিশু

নাম তার যিশু
========================
সাহানুকা হাসান শিখা
========================



পূর্ণিমার চাঁদ আসে গোয়াল ঘরে,

সেখানে এক আলোক শিশু খেলা করে।

কেউ জানে না কে সে !!

কুমারী মাতা উঠে হেসে।

লোকে চায় তার জন্ম পরিচয়,

মায়ের মনে এবার হাজারো ভয়।

সৃষ্টিকর্তার অপার মমতা,

শিশু তো নয় সে যিশু,বিশ্ব পিতা

ঈশ্বরের মহিমায় গড়া এ মানব,

পারবে না বলতে তাকে দানব

মায়ের কোলে বসে সে হায়

সৃষ্টি কর্তার গান গায়।

এমন রত্ন আসে এ ধরাতে,

তার পরিচয় মেলে হাতে হাতে।

মানবতাই ছিলো তার একান্ত কাম্য,

তাহাই করে গেছে সে আজন্ম।

বিশ্ব জুড়ে পালিত হয় পবিত্র বড়দিন,

ক্রিসমাস ট্রি আর ঝাড়বাতি রঙিন।

সান্টা ক্লোজ আসবে,সবাই উদ্ভাসিত

শিশুরা আনন্দে হয় উল্লাসিত।

এমন পবিত্র পর্ব আসে প্রতি বছরে,

ধর্ম যার যার উৎসব সবার ঘরে ঘরে।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন