অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ভালোবাসার আলো


 

ভালোবাসার আলো
=======================
তমালী বন্দ্যোপাধ্যায়
=======================



রাতের ছায়া মিলিয়ে গেলো দূর গগনে।

পাতায় পাতায় অরুণ আলোর এক শিহরণ।

ঘাসের শীষে শিশিরবিন্দু উঠলো আজ ঝলমলিয়ে।

ঘুম ভেঙে সব পাখির দল গানে গানে

খুশীর রঙের ঢেউ তুলেছে।

সোনার সকাল মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে দিলো।

উড়ুক্কু এক মেঘের দল মেললো ডানা মাথার উপর।

আলোর মুকুট পরে তিনি তাকিয়ে আছেন -

আলোর ধনে ধনী সবাই,

আলোয় আলোয় ভরলো জগৎ।

খিদেই যাদের খাচ্ছে --যেসব ছোট শিশু,

গায়ে তাদের আলোর জামা।

পেটভরা ভাত-মুখের হাসি,চোখের খুশী দিচ্ছে ঝিলিক।

এতবছর ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো ভালোবাসার আলোয় যেন মেলছে ডানা।

ভালোবাসার আলো ঝরা বৃষ্টিতে তাই ভিজছে ওরা।।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন