আলোর প্রদীপ
=========================
স্বপন গায়েন
=========================
ভোরের আলোয় হিমেল পরশ
হৃদয় হয়েছে আলো
আজ বড়দিনে ধরণীর বুকে
আলোর প্রদীপ জ্বালো!
জন্ম নিলে গরীবের ঘরে
তুমিই মোদের যীশু
আঁধার ঘুচিয়ে ভরিয়ে দিলে
তুমি এক দেবশিশু!
করলো যারা ক্রুশ বিদ্ধ
তাদের করলে দয়া
রক্ত ঝরালো তোমার হৃদয়ে
তুমিই দেখালে মায়া!
নির্বোধ ওরা অবোধ ওরা
দিলে ওদের শিক্ষা
মানব সমাজ তোমার চরণে
নেবে সবাই দীক্ষা!
বিশ্ব জুড়ে তোমার মহিমা
তুমিই প্রভু ঈশ্বর
অহং ভুলে এগিয়ে এসো
সব শরীরই নশ্বর!
গির্জায় বাজে ঘণ্টা ধ্বনি
মানুষের তুমি পিতা
তুমিই শেখালে ক্ষমাই ধর্ম
ধরিত্রী মোদের মাতা!
চোখের জলে স্মরণ করি
তোমার রক্ত ক্ষরণ
হৃদয় মাঝে রবে চিরদিন
তোমাকে করবো বরণ!
=========================
স্বপন গায়েন
=========================
ভোরের আলোয় হিমেল পরশ
হৃদয় হয়েছে আলো
আজ বড়দিনে ধরণীর বুকে
আলোর প্রদীপ জ্বালো!
জন্ম নিলে গরীবের ঘরে
তুমিই মোদের যীশু
আঁধার ঘুচিয়ে ভরিয়ে দিলে
তুমি এক দেবশিশু!
করলো যারা ক্রুশ বিদ্ধ
তাদের করলে দয়া
রক্ত ঝরালো তোমার হৃদয়ে
তুমিই দেখালে মায়া!
নির্বোধ ওরা অবোধ ওরা
দিলে ওদের শিক্ষা
মানব সমাজ তোমার চরণে
নেবে সবাই দীক্ষা!
বিশ্ব জুড়ে তোমার মহিমা
তুমিই প্রভু ঈশ্বর
অহং ভুলে এগিয়ে এসো
সব শরীরই নশ্বর!
গির্জায় বাজে ঘণ্টা ধ্বনি
মানুষের তুমি পিতা
তুমিই শেখালে ক্ষমাই ধর্ম
ধরিত্রী মোদের মাতা!
চোখের জলে স্মরণ করি
তোমার রক্ত ক্ষরণ
হৃদয় মাঝে রবে চিরদিন
তোমাকে করবো বরণ!
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন