বহুব্রীহি অবয়ব
==================
রানা জামান
==================
দেহ মুক্ত হয়ে আমার কঙ্কাল ভেংচি কাটে আমাকেই নিশিরাতে
অতি যত্নে মাজা দাঁত গুলোর বিকট প্রকাশে বাড়ে হার্টবিট
মুখের আকৃতি দেখে চমকে উঠি এ তো সকলের মতো
কাদার বিন্যাসে সৌন্দর্য বিচারে চলছে ধর্ষণের মহামারি সহ খুনখারাবি
কী যে করে যাচ্ছে কঙ্কাল ঘরময়-একে কি বলা যায় স্বাধীনতা?
স্বাধীনতা পেয়ে পাগলামি ধাচের কর্মকাণ্ডে পাকিস্তান আজ জঙ্গি রাষ্ট্র
আঙ্গুলের কদাকার নড়াচড়া দেখে বমি আটকে ভাবি:
সাত মার্চ বঙ্গবন্ধু মুজিবের আঙ্গুলের যাদুতে যুদ্ধান্তে স্বাধীন বাংলা
কঙ্কালকে কষে লাথি মারতে গিয়ে দেখি আমি নিছক মাংশের দলা
এ্যামিবার শক্তিটুকু অবশিষ্ট নেই এই মাংসপিণ্ডে
মাংসপিণ্ড আর কঙ্কালের অর্থহীন বাগাড়ম্বরে বীজে ঘটে না অঙ্কুর
অস্তিত্বের ইচ্ছেশক্তি হাড়মাংশ মিশিয়ে গড়ে তোলে বহুব্রীহি অবয়ব।
==================
রানা জামান
==================
দেহ মুক্ত হয়ে আমার কঙ্কাল ভেংচি কাটে আমাকেই নিশিরাতে
অতি যত্নে মাজা দাঁত গুলোর বিকট প্রকাশে বাড়ে হার্টবিট
মুখের আকৃতি দেখে চমকে উঠি এ তো সকলের মতো
কাদার বিন্যাসে সৌন্দর্য বিচারে চলছে ধর্ষণের মহামারি সহ খুনখারাবি
কী যে করে যাচ্ছে কঙ্কাল ঘরময়-একে কি বলা যায় স্বাধীনতা?
স্বাধীনতা পেয়ে পাগলামি ধাচের কর্মকাণ্ডে পাকিস্তান আজ জঙ্গি রাষ্ট্র
আঙ্গুলের কদাকার নড়াচড়া দেখে বমি আটকে ভাবি:
সাত মার্চ বঙ্গবন্ধু মুজিবের আঙ্গুলের যাদুতে যুদ্ধান্তে স্বাধীন বাংলা
কঙ্কালকে কষে লাথি মারতে গিয়ে দেখি আমি নিছক মাংশের দলা
এ্যামিবার শক্তিটুকু অবশিষ্ট নেই এই মাংসপিণ্ডে
মাংসপিণ্ড আর কঙ্কালের অর্থহীন বাগাড়ম্বরে বীজে ঘটে না অঙ্কুর
অস্তিত্বের ইচ্ছেশক্তি হাড়মাংশ মিশিয়ে গড়ে তোলে বহুব্রীহি অবয়ব।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন