আর একটা যীশু আসছে
==========================
অসিত কুমার পাল
==========================
আমরা অপেক্ষায় আছি -
শীঘ্রই আর একটা যীশু ভূমিষ্ঠ হবে
বেথলেহেমের সরাইখানায় ।
বিশ্ব এখন পাপে ভরে গেছে ,
পাপীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ।
তাদের আলোর পথে ফেরাবার কেউ নেই ।
জ্ঞানী ব্যক্তিগণ পূর্বাভাস পেয়ে গেছেন ,
তারা খুঁজে বেড়াচ্ছেন
এখনকার মেরী আর যোসেফ কে ।
যারা জন্মভূমি ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে ,
এক দিন আশ্রয় নেবে এক আস্তাবলে
নতুন যীশুর জন্ম দেবে বলে ।
সেই যীশুও মানুষকে আলো দেখাবে ,
পাপীদের আলো দেখাবে , ভালোবাসবে ।
সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে ।
শেষে প্রিয়তম শিষ্যের বিস্বাসঘাতকতায়
অত্যাচারীর ষড়যন্ত্রে ক্রুশবিদ্ধ হবে ,
দু হাজার বছর আগেকার যীশুর মতই ।
==========================
অসিত কুমার পাল
==========================
আমরা অপেক্ষায় আছি -
শীঘ্রই আর একটা যীশু ভূমিষ্ঠ হবে
বেথলেহেমের সরাইখানায় ।
বিশ্ব এখন পাপে ভরে গেছে ,
পাপীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ।
তাদের আলোর পথে ফেরাবার কেউ নেই ।
জ্ঞানী ব্যক্তিগণ পূর্বাভাস পেয়ে গেছেন ,
তারা খুঁজে বেড়াচ্ছেন
এখনকার মেরী আর যোসেফ কে ।
যারা জন্মভূমি ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে ,
এক দিন আশ্রয় নেবে এক আস্তাবলে
নতুন যীশুর জন্ম দেবে বলে ।
সেই যীশুও মানুষকে আলো দেখাবে ,
পাপীদের আলো দেখাবে , ভালোবাসবে ।
সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে ।
শেষে প্রিয়তম শিষ্যের বিস্বাসঘাতকতায়
অত্যাচারীর ষড়যন্ত্রে ক্রুশবিদ্ধ হবে ,
দু হাজার বছর আগেকার যীশুর মতই ।
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন