অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বিপ্লব মন্ত্র


 

 

বিপ্লব মন্ত্র
=========================
কল্পদেব চক্রবর্তী
=========================



একরাশ ভার নিয়ে আমি সমুদ্রে ডুবে যাব

শৃংখল মুক্ত হয়ে আবার উঠে আসবো।

নতুন সূর্যদয়ের পথে তোমরা থেকো দাঁড়িয়ে

জানি অনেক শুভেচ্ছা নিয়ে

থাকবে তোমরা হাত বাড়িয়ে।


সলিল সমাধি তে যদি স্বপ্ন হয় নিমজ্জিত

আলোর দিশারী তোমরা ভেঙে পড়ো না

থেকো এমনই দৃঢ়, নির্ভিক,সুসজ্জিত।


যদি না উঠে আসি আমার স্বপ্নগুলো

উঠবে ভেসে ঢেউ হয়ে

ওই ঢেউয়ে নৌকা ভাসিয়ো তোমরা

বাতাস উঠবে গান গেয়ে।


তরী তীরে পৌঁছে গেলে

দুর্গম পথ যদি হয় বাঁধা

একতার সুর তুলে জয়ধ্বনী দিও তোমরা

থামেনা যেন সুরে সাধা।


জীবনের জয়গান মুখরিত কলতান

ঝরনা দেখো নেমে আসে

অভয়ারণ্য পেরিয়ে ফুলের বাগানে

দেখো আমার স্বপ্ন গুলো

ফুল হয়ে ফুটে হাসছে আনমনে।

মুক্তির স্বাক্ষর তোমারা কোরো জনমনে।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন