অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বড়দিন


 

 
বড়দিন
====================
বন্দনা কুন্ডু
====================



মেট্রো স্টেশনের গেটের বাইরেই মিও আমরে।আজ প্রচুর ভিড়।মস্ত এক সান্তাক্লজ আর রকমারি জিনিস দিয়ে সাজানো হয়েছে দোকানটা বড়দিন উপলক্ষ্যে। পাশের চায়ের দোকানের কাঁচের গ্লাসগুলো ধুতে ধুতে বিল্টু তাকিয়েছিল সান্তাক্লজটির দিকে।ও শুনেছে বড়দিনের রাতে সান্তা না কি গিফ্ট দেয় সকলকে। কিন্তু বিল্টু তো কখনও গিফ্ট পায়নি।

সকলে কেক খাচ্ছে,কিনে বাড়িও নিয়ে যাচ্ছে। নাহ্ বিল্টুর কেক খাবার সাধ মোটেও নেই। কাঁচের দরজার ফাঁক দিয়ে কেকের গায়ে লাগানো দামের স্টিকারগুলো দেখে সে ইচ্ছা অনেকদিন আগেই তার হারিয়েছে। কিন্তু এবার শীতে একটা সোয়েটার বড় দরকার ওর।ভোর থেকে চায়ের দোকানে কাজ করে ও। খুব ঠাণ্ডা পড়েছে এবার। মালিকের ছেলের পুরানো সোয়েটার জোড়া তালি দিয়ে পাঁচবছর ধরে পড়ছে। সেটা আর চলছে না কোনোভাবেই।উলগুলো খুলে বেরিয়ে এসেছে চারিদিকে।



বিল্টুর মালিক অমলবাবু খারাপ মানুষ নন‌। ও কে স্নেহ ই করেন বেশ। কিন্তু ফুটপাতের চায়ের দোকানের রোজগারে নিজের বড় ফ্যামিলি চালাতে হিমসিম খেয়ে যান তিনি।তার উপর লকডাউনের পর থেকে দোকান সেভাবে চলেও না। কোনোমতে টিকে আছে। বিল্টুকে যা মাইনে দেন,তা ওর মাতাল বাবা সবই নিয়ে নেয়। বদলে দু বেলা দু মুঠো খেতে দেয়। মাঝে মধ্যে অমলবাবু দোকান থেকে পাউরুটি, বিস্কুট খেতে দেয় ওকে।



লকডাউনের জন্য একটু তাড়াতাড়িই বন্ধ হয়ে গেলো মিও আমরে। মালিক গেটে তালা দিয়ে সান্তাক্লজের মূর্তি টা সাইড করে গাড়ি চেপে বেড়িয়ে গেলেন।কাজ করতে করতে মাঝে মাঝে সব লক্ষ্য করে বিল্টু। ওদের দোকানও বন্ধ হবে এবার। কাঠের দোকানের ভিতরে সবকিছু গুছিয়ে টিনের পাল্লাগুলোতে তালা ঝুলিয়ে এগোলেন অমলবাবু। বিল্টু সান্তাক্লজটির কাছে গিয়ে অবাক হয়ে দেখছে তার চুল, দাড়ি, গোঁফ।

কিন্তু সান্তাক্লজের হাতে এটা কি?

একটা কালো প্লাস্টিক প্যাকেট ঝুলছে সান্তাক্লজের মোজা পরা হাতে।

বিল্টু প্লাস্টিকটা খুলে দেখলো রঙজ্বলা একটা পুরনো সোয়েটার আর ছোট্ট মিও আমরে র বাক্সে একটুকরো পেস্টি কেক। আনন্দে প্যাকেটটা নিয়ে দৌড়ে বাড়ির পথে ছুটলো বিল্টু।সান্তাক্লজ ওকেও গিফ্ট দিয়েছে, সবাইকে দেখাতে হবে তো।

অমলবাবু অটোতে উঠে নিজের মনে মনে বললেন.... সমস্ত বাধা বিপত্তি অসুখ কাটিয়ে ঈশ্বর যদি সত্যি সত্যিই বড়দিন দেন তাহলে নতুন একটা সোয়েটার কিনে দেবো রে তোকে বিল্টু।।



1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন