শীতের প্রাচীন নৌকা
========================
গোলাম রসুল
========================
শীত আর দুঃখ
আকাশের কালো পাহাড় যা ঢেকে রেখেছে স্বর্গকে
ব্যথার একঝাঁক মৌমাছি আর তাদের গুঞ্জরণ
নাচের তালে তালে সোনালী ধ্বংসাবশেষের ভেতরে দিয়ে উঠে আসছে চাঁদ
মেঘ ছড়িয়ে দিচ্ছে বৃষ্টি
ঈশ্বরের মিষ্টি একটি ভূমিতে
পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য আমি এখানে এসেছি
হাওয়া কোনো চিহ্ন আঁকেনি বেলেমাটির বইয়ে
তাও আমি পড়তে শুরু করলাম উল্টো দিক থেকে
কুয়োর তলা থেকে ঝরে পড়ছে জল
দেখার ভেতরে না দেখা
নক্সার মতো
ফিরে যাচ্ছে অতি প্রাচীন একটি প্রকাণ্ড চিৎকার
কালি শুকিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি মৃত্যুকে স্থাপিত করা
সমুদ্রহীন বয়স বাড়েনি মৃত্যুর
আর একটি বিনাশহীন ঘৃণার সঙ্গীত গোল হয়ে ঘুরছে চারদিকে
আত্ম সমর্পনের জন্য ঈশ্বরকে খুঁজতে এসেছিল জনতার ঢল
মুখোমুখি শুকনো সমুদ্র
গরম অশ্রু
মানুষের বন্দরে শীতের প্রাচীন নৌকা
প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন