অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

গরীবের সান্তাক্লজ



 

 

গরীবের সান্তাক্লজ
========================
পায়েল সেন
========================



আর কিছুক্ষণ পরেই গীর্জার ঘন্টার সাথে সাথে ২৫শে ডিসেম্বর পালিত হবে আনাচে কানাচে। শিশু থেকে বৃদ্ধ চোখ অপেক্ষায় থাকবে সান্তাক্লজের উপহারের। সেই অন্ধকারেই বেরিয়ে পড়েছে আসানসোলের একদল যুবক-যুবতী। একটি ফেসবুকের গ্রুপ থেকে তাদের আলাপ রোহন, ঋতজা, সোহিনী, পিয়ালী, অর্পিতা, শৈবালদের। বন্ধুত্বের বন্ধন ভার্চুয়াল জগত পেরিয়ে অদৃশ্য আত্মার টানে এক সুতোয় গাঁথা যেন, সেই বন্ধুরা "মানুষ মানুষের জন্য" একটি প্রয়াস নিয়ে শীতার্ত মানুষের সাহায্যার্থে বাড়ি বাড়ি সংগ্রহ করে আনা পুরোনো জামা, সোয়েটার, চাদর আর চাঁদা তুলে কেনা কম্বল দিতে বেরিয়ে পড়েছে বড়দিনের উপহার হিসেবে বাস্তবের সান্তাক্লজ সেজে লোকচক্ষুর আড়ালে।



আসানসোলের ফুটপাতের বস্তিতে থাকা টুম্পা-বুল্টি-রাজুরা তাদের মা বাবাদের সাথে প্রতি বছরের মতোই ঠান্ডায় কুঁকড়ে রূপকথার গল্প মনে করে জুলজুলু চোখে সান্তাক্লজের অপেক্ষা করে কিন্তু সত্যি কি সান্তা তাদের কথা ভাবে! চুপিচুপি রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে এসে উপহার দিয়ে যায় কি!



হঠাৎ কিছু পড়ার আওয়াজে ওদের ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে সামনেই কম্বল- সোয়েটার-চাদর-জামা রাখা কিন্তু আশে পাশে কাউকে দেখতে পায় না। খুশিতে ছুটে গিয়ে ওরা ওগুলো নিতে যায় কিন্তু টুম্পার বাবা সন্দেহ দৃষ্টি নিয়ে বলে কে না কে ফেলে গেছে, কোথা থেকে কি ঝামেলা ঘটবে কেউ হাত দেবে না। শুনে ওদের মন খারাপ হয়ে যায়, বুল্টি বলে ওঠে না কাকু এগুলো সান্তা দাদয় দিয়ে গেছেন আমাদের জন্য ইস্কুলের দিদিমণি বলেছে মন থেকে কিছু চাইলে সত্যি সান্তা দাদু এসে পূরণ করে। ঠান্ডায় কষ্ট পাচ্ছি দেখে সান্তা দাদু দিয়ে গেছেন যাতে আমরা গায়ে দিয়ে বাঁচি। সবাই মনের আনন্দে যার যা প্রয়োজনীয় নিয়ে নিলো, রাজুর মা বললো গরীব দুঃখীর কথা কেউ ভাবে না, যারা দিয়ে গেছে নিঃস্বার্থ ভাবে তাদের ভগবান মঙ্গল করুক।



দূর থেকে রোহন, পিয়ালীরা আনন্দিত হয় এইভেবে যে তাদের প্রথম প্রয়াস সফল হয়েছে, একটু উষ্ণতার স্পর্শ , খুশির ঝলক দিতে পেরেছে ওই সহায় সম্বলহীন শীতার্ত মানুষগুলোকে। অর্থ, প্রচার বিমুখ শুধু আশীর্বাদকে সম্বল করে নিজেদের সামর্থ্য মতো সবার সাহায্য করে এগিয়ে যেতে যায় তবেই ওরা পৌঁছাতে পারবে মানুষের মত মানুষ হবার লক্ষ্যে।

৩টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন