অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

আমরা দেশের মানুষ

আমরা দেশের মানুষ
============================
রূপালী গোস্বামী
============================



মানুষ আমরা, মনুষ্যত্ব আমাদের একমাত্র ধর্ম।

কেন তা ভুলে পড়েছি আমরা হিংসাত্মক বর্ম

এসো সবে থাকি মিলেমিশে, ধর্ম,বর্ণ ভুলে;

সকলের সাথে থাকবো আমরা মনের দরজা খুলে,

কে হিন্দু, কে মুসলিম, কেইবা বৌদ্ধ-জৈন-খ্রিস্টান,

ভুলব না আমরা কখনো যে

মানবিকতাই আমাদের প্রধান সম্মান ।

মনে দ্বিধা না রেখে,

স্বপ্নের ছবি এঁকে হব সবাই একে অপরের আপন;

প্রভু যীশুর জন্মদিনে, খুশির বড়দিনে শপথ করি আমরা

ঐক্যবদ্ধ হয়ে, নির্ভয়ে থেকে, শান্তিতে কাটাব সবাই জীবন ।।


1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি,অন্যমনে সাহিত্য বড়দিন সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন