অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

ভয়ে ভয়ে
===================



রাষ্ট্র ক্ষমতা চায় শুধু?

রাষ্ট্রের কাছে আমরা কি চাই??

শিক্ষা,স্বাস্থ্য চাই...শিল্প,চাকরী চাই,

একটু শান্তি চাই,চাই কাপড়া-মকান-রোটি।

চাইনা যন্ত্রণা পেয়ে মরুক মানুষ--

লাশ হয়ে পাক্ ছুটি।


রাষ্ট্রের কাছে মাথা নীচু করি।

রাষ্ট্র ক্ষমতাধর।

রাষ্ট্রের মাথা পড়েছে মুকুট।

তিনিই তো ঈশ্বর।


রাষ্ট্রের কাছে প্রশ্ন করিনা।

প্রশ্নতে আছে মানা।

বিরোধীতা মানে দেশদ্রোহিতা,

এইটুকু আছে জানা।


আমরা মানুষ দূরে সরে যাই,

মনে বড় সংশয়।

পুলিশের লাঠি,হুমকি ও গুলি,

দু'চোখেতে শুধু ভয়।


জানি,মাথা নীচু করে কুড়োনো সহজ।

নির্ভয়ে থাকা আজ দুরাশা।

শিক্ষা,স্বাস্থ্য নেই,শিল্প,চাকরী নেই।

মন জুড়ে আছে শুধু হতাশা।


সবকিছু দেখি,সবকিছু শুনি,

তবু সেজে থাকি পুরো অন্ধ।

চোখ,কান আর মগজেতে তালা।

ভয়ে ভয়ে করি বন্ধ।।

  

 


 

1 টি মন্তব্য: