শ্রাবন
======================
শ্রাবন # ১
=============
একটা শ্রাবন এসেছিল..
জীবন শুরুর পরিকল্পনা নিয়ে !
গড়ে তোলার লক্ষ্যবীনায় তান ছেঁড়া সুর
আত্মমগ্ন চেতনার তল খুঁজে বেড়াচ্ছিল।
শেষপর্যন্ত্য ছেঁড়া তারেই ঝঙ্কারিত
সুরমূর্ছনার রাগ-অনুরাগ!
শ্রাবন # ২
=============
এ শ্রাবন বড় অসহায়
দহিত যাপনে বুক ভরা খেদ
দুখের পাহাড়ে অন্নভেদ
খরার আগুনে চড়া দ্রব্যমূল্য,
নেভাতে পারে কি বৃষ্টিফোঁটা!
বন্যা প্লাবনে দুর্নিবার ক্ষোভ
দরবার করে উপশম!
শ্রাবন # ৩
=============
কল্পনার জালে বড় বেশি ঝিল্লি
অকারণে অযথা পথ রোধ করে..
জট ছাড়াতে ছাড়াতে অজান্তেই
মনে গেঁথেছি এক আকাশ বাড়ি!
জানালার কার্নিসে মেঘবালিকারা
বৃষ্টি ছড়িয়ে গান গায় খেয়ালি রাগে,
বিকেলে আবির মেখে তন্দ্রা আসে..
আমার নির্ঘুম রাত কাটে স্বপ্নাবেশে!
শ্রাবন # ৪
=============
মেঘলা দিনে একলা ঘরে
আনমনা জলছবি,
কোথায় যেন শূন্যতা ঘিরে
দুকূল ছাপিয়ে সবই।
বেদনার কাঁধে তৃপ্ততা আসে
যখন তোমায় ভাবি,
সকল দুঃখের হয় অবসান
পরশে তোমার কবি।
======================
শ্রাবন # ১
=============
একটা শ্রাবন এসেছিল..
জীবন শুরুর পরিকল্পনা নিয়ে !
গড়ে তোলার লক্ষ্যবীনায় তান ছেঁড়া সুর
আত্মমগ্ন চেতনার তল খুঁজে বেড়াচ্ছিল।
শেষপর্যন্ত্য ছেঁড়া তারেই ঝঙ্কারিত
সুরমূর্ছনার রাগ-অনুরাগ!
শ্রাবন # ২
=============
এ শ্রাবন বড় অসহায়
দহিত যাপনে বুক ভরা খেদ
দুখের পাহাড়ে অন্নভেদ
খরার আগুনে চড়া দ্রব্যমূল্য,
নেভাতে পারে কি বৃষ্টিফোঁটা!
বন্যা প্লাবনে দুর্নিবার ক্ষোভ
দরবার করে উপশম!
শ্রাবন # ৩
=============
কল্পনার জালে বড় বেশি ঝিল্লি
অকারণে অযথা পথ রোধ করে..
জট ছাড়াতে ছাড়াতে অজান্তেই
মনে গেঁথেছি এক আকাশ বাড়ি!
জানালার কার্নিসে মেঘবালিকারা
বৃষ্টি ছড়িয়ে গান গায় খেয়ালি রাগে,
বিকেলে আবির মেখে তন্দ্রা আসে..
আমার নির্ঘুম রাত কাটে স্বপ্নাবেশে!
শ্রাবন # ৪
=============
মেঘলা দিনে একলা ঘরে
আনমনা জলছবি,
কোথায় যেন শূন্যতা ঘিরে
দুকূল ছাপিয়ে সবই।
বেদনার কাঁধে তৃপ্ততা আসে
যখন তোমায় ভাবি,
সকল দুঃখের হয় অবসান
পরশে তোমার কবি।

শ্রাবন # ৫
=============
নদীর মতো বান্ধবী হই যদি..
তুই তাহলে পাড় হয়ে যাস, কেমন?
দিনরাত্রি তোর সাথে খুনসুটিতে
ছলাৎ ছলাৎ ভেজাবো তোর মন।
পাড়ের ওপর দূষণ ছড়ায় যদি
উদাস হয়ে চাইবি খানিকক্ষন
রোষের কবল দেখাবে এই নদী
ঢেউয়ের ধাপার সইবি সারাক্ষন।
পাড় ভেঙে বইয়ে নেবো তোরে
গড়বো আবার নতুন পলি ভরে,
খেলা ঘরে নিত্য নতুন ভাঙ্গন
আমাদেরি ভালোবাসার শ্রাবন!
শ্রাবন #৬
=============
শ্যাওলা মাখা দেওয়ালে লতানো
জীবনের খেদ করছে হৈ চৈ,
বৃষ্টিদিনে ঘরছাড়ারা বেয়াদপে মাতে
মাথার ওপর কচুপাতার ছৈ!
জল টুপ্ টুপ্ পায়ে অচেনা ইচ্ছেগুলো
বৃষ্টিছন্দে নাচে তাতা থৈ থৈ!
শ্রাবন # ৭
=============
কেউ নাম ধরে ডাকে না কতদিন..
কেউ বলে না বাড়ি আছো?
কত প্রিয়জন চলে গেছে ছেড়ে..
শুনবো না আর তাদের কণ্ঠস্বর !
শোনাবে না তারা আর হৃদয় ব্যথা,
জানাবে না কোনো নালিশ!
বসেনি কতদিন চায়ের আড্ডা
ওঠেনি হাসির কলরোল বারান্দায়!
শ্রাবনী সন্ধ্যায় চায়ের কাপ হাতে
চেয়ে থাকি অতীতে.. একলা আমি !
শ্রাবন #৮
=============
ওদিকে বৃষ্টি নেমেছে অঝোর ধারে
এদিকে বৃষ্টি নেমেছে দুচোখ ভরে,
দুই বৃষ্টির মিলন হল অমিল বনে
দুই বৃষ্টির নোনা স্বাদ আবিল মনে,
ধুইয়ে দিল অচেনা সব দুঃখ ব্যথা
নাড়িয়ে দিল মনে পড়া কথা গাঁথা,
ভালো লাগা ইচ্ছেগুলোয় ছন্দ আনে
বৃষ্টি নামে একটা শ্রাবন তোমার নামে।
=============
নদীর মতো বান্ধবী হই যদি..
তুই তাহলে পাড় হয়ে যাস, কেমন?
দিনরাত্রি তোর সাথে খুনসুটিতে
ছলাৎ ছলাৎ ভেজাবো তোর মন।
পাড়ের ওপর দূষণ ছড়ায় যদি
উদাস হয়ে চাইবি খানিকক্ষন
রোষের কবল দেখাবে এই নদী
ঢেউয়ের ধাপার সইবি সারাক্ষন।
পাড় ভেঙে বইয়ে নেবো তোরে
গড়বো আবার নতুন পলি ভরে,
খেলা ঘরে নিত্য নতুন ভাঙ্গন
আমাদেরি ভালোবাসার শ্রাবন!
শ্রাবন #৬
=============
শ্যাওলা মাখা দেওয়ালে লতানো
জীবনের খেদ করছে হৈ চৈ,
বৃষ্টিদিনে ঘরছাড়ারা বেয়াদপে মাতে
মাথার ওপর কচুপাতার ছৈ!
জল টুপ্ টুপ্ পায়ে অচেনা ইচ্ছেগুলো
বৃষ্টিছন্দে নাচে তাতা থৈ থৈ!
শ্রাবন # ৭
=============
কেউ নাম ধরে ডাকে না কতদিন..
কেউ বলে না বাড়ি আছো?
কত প্রিয়জন চলে গেছে ছেড়ে..
শুনবো না আর তাদের কণ্ঠস্বর !
শোনাবে না তারা আর হৃদয় ব্যথা,
জানাবে না কোনো নালিশ!
বসেনি কতদিন চায়ের আড্ডা
ওঠেনি হাসির কলরোল বারান্দায়!
শ্রাবনী সন্ধ্যায় চায়ের কাপ হাতে
চেয়ে থাকি অতীতে.. একলা আমি !
শ্রাবন #৮
=============
ওদিকে বৃষ্টি নেমেছে অঝোর ধারে
এদিকে বৃষ্টি নেমেছে দুচোখ ভরে,
দুই বৃষ্টির মিলন হল অমিল বনে
দুই বৃষ্টির নোনা স্বাদ আবিল মনে,
ধুইয়ে দিল অচেনা সব দুঃখ ব্যথা
নাড়িয়ে দিল মনে পড়া কথা গাঁথা,
ভালো লাগা ইচ্ছেগুলোয় ছন্দ আনে
বৃষ্টি নামে একটা শ্রাবন তোমার নামে।

শ্রাবন # ৯
=============
বেচারা পাখিদের ঘরে ফেরার তাড়া
কখনো উন্মুখতা কখনো বিষন্নতা,
সব জেনেও স্বপ্নগুলো ঘর বাঁধে
পাতার বুননে সবুজ গালিচা পাতে।
বনবাদাড়ে ঘুরে আসা বাতাসের
গল্প শুনতে একটু জিরিয়ে নেয়
না-বলা অনেক কথার মাঝে..
আর তখনই বৃষ্টি নামে!
শ্রাবন # ১০
=============
এক টুকরো মেঘ রেখে যায়
তোমার গোছানো সংসারে যদি
ক্লান্তি আসে.. ছুঁয়ে দেখো,
স্মৃতির বৃষ্টিছাঁটে নেয়ে..
নতুন হয়ে উঠবে!
=============
বেচারা পাখিদের ঘরে ফেরার তাড়া
কখনো উন্মুখতা কখনো বিষন্নতা,
সব জেনেও স্বপ্নগুলো ঘর বাঁধে
পাতার বুননে সবুজ গালিচা পাতে।
বনবাদাড়ে ঘুরে আসা বাতাসের
গল্প শুনতে একটু জিরিয়ে নেয়
না-বলা অনেক কথার মাঝে..
আর তখনই বৃষ্টি নামে!
শ্রাবন # ১০
=============
এক টুকরো মেঘ রেখে যায়
তোমার গোছানো সংসারে যদি
ক্লান্তি আসে.. ছুঁয়ে দেখো,
স্মৃতির বৃষ্টিছাঁটে নেয়ে..
নতুন হয়ে উঠবে!
খুব ভালো লাগলো আপনার সৃষ্টি
উত্তরমুছুনশিবাশিস