অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

একগুচ্ছ কবিতায় ভাস্কর পাল

  

 

এবং তুমি ..
===============


চোখ বন্ধ করলেই
হটাৎ চারিদিক নিঝুম
ক্যালেন্ডারের পাতা থেকে
নেমে আসে অমাবস্যা।

চোখ বুঝলেই
হারিয়ে যায় কোলাহল
মেসোপটেমিয়ার ব্যাস্ততা
চেঙ্গিস খানের উদ্ধত তরবারি।

চোখ বুজলেই
অনুভব করি কপাল বেয়ে
নেমে আসা ঘামে অলকানন্দার স্রোত
আর তোমার দুর্বা স্পর্শ।


মনের ভেতর শুয়ে থাকা ইছেরা
জেগে ওঠে ,মাথা তোলে
হিম কালো থেকে একটু একটু করে
তোমার ছোঁয়ায় সবুজ হয়ে ওঠে।



রাধাচূড়া
===============


যে ব্যাথাটা এতদিন মনের ভেতর পুষে রেখেছিলাম
এখন সেটা একটু একটু করে
শাখা প্রশাখা বের করে
মাথার পেছনটাতে আস্তানা গেড়েছে।
জুঁই যে গাছটাতে থোকা থোকা ফুটত
সেখান দিয়ে তাকালে
দূরের তালসারিকে মনে হয়
পারস্পরিক সৌহার্দ্য ভুলে
অন্তঃ কলহে মেতেছে
এমন সময় আকাশ ভেঙে কালবৈশাখী এলে
পরে থাকা বৃষ্টি কাদায়
রক্তের আঁশটে প্রতিশ্রুতি আর
কিছু রাধাচূড়ার পাঁপড়ি সংসার পাতে।








                                বৃষ্টি চাইতে হয়
                ===============


                                শেষ কবে শরীর জুড়ে গাছেরা
                                পাতা মেলেছিল
                                তোমার মনে নেই।
                                আমি চোখ বুজলেই আকাশ জুড়ে
                                ভীষন মেঘের গর্জন
                                হাত বাড়িয়ে দিলে কিউমুলনিম্বাস পাখা মেলে ।
                                মেঘ নেই,
                                আসবে ঠিক।
                                অপেক্ষায় বৃষ্টির ফোঁটারা
                                লাফিয়ে নামবে বলে।
                                তুমি গান গাইবে
                                টিপ টিপ বৃষ্টির গান
                                আমি তৃষ্ণার্ত হৃদয় নিয়ে
                                এক বুক ধানক্ষেত হয়ে
                                অপেক্ষার জাল বুনে বুনে
                                আঁকবো আলপথ
                                কিছু বুনো ফুল ...




৩টি মন্তব্য: