অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় মনিরুজ্জামান

  

 

জীবন খুঁজি বসে
====================

ডগা নিয়ে যায় ভাড়াটিয়া সুজন

রাস্তার শরীর হলো রোপন কুপন

আল কাঁচিতে সবজির পরাণ নাশে

চেয়ে দেখি সূর্য বাড়ি ফিরে গেছে।


ফলানোর হকদার চিরোকাল নাইয়ের ঘরে

দেখা আর না দেখার মাঝে আমি জীবন খুঁজি বসে।

 

দিনের অস্তগামী
====================

কোলাহলের পাশে ঘুম বিরতি

টানে স্কেলের আধা

রাতজাগা পাখির খবর

রাখেনা কেউ এই গ্রামে একা।



আপন আপন মনবাঁতি জ্বালিয়ে

গল্পে মাতে দিনের উর্বশী

এদিকে আধা ঘুমের হিসেব

টানে ঝুরানির ঘরে বেহিসেবি

ঘুম ভাঙানিয়ারা জানেনা কতো

করণীয় কেড়ে নেয় দিনের অস্তগামী।

 

গতহাঁটা
====================

বারংবার করেও তার কাছে

করা না করা যখন এক কথা

তখন কে দেবে তারে

দুই টাকার বদলে আশি টাকা?


বুঝতেই চায় না সে প্রত্যাশা

প্রাপ্তির ভরে সব বাটখারায় গতহাঁটা।

 

প্রভাবিত
====================

খবর আসে

টিপ নিয়ে হয়নি কোনো কথা

উড়ো কথায়

মন পঁচে হয় রাজ্যের সর্বনাশা।



যা বর্তমান তা ভবিষ্যতে্র পৃষ্ঠে কৃষ্ণলেমন

অফরিন্দা বুনে বুনে গণমূখী করে এমন

তবে কবিতার গা জুড়ে

লতা বেয়ে উঠেছিলো

যে মিথ্যে ঘেহরা,

তারে কী দিয়ে

সাজিয়ে তুলবে

সত্য মেহরা?

পাল্টা প্রতিশ্রুতির বুননে যে

রয় না রিকভারির মশলা।

 

প্রথমে টাইপ অনতিপরে সমর্পণ
====================

দূর হতে দেখতে গেলেই পরশ

বাঁতিগুলো জ্বলে ওঠে যখন

কাছের কাছে নেই তার

অনুরাগ, মোলায়েমকথন, হৃদয়পতন।


আঁকা আর বাঁকার পৃথকীকরণে

থাকে যেমন বেদসম উদাহরণ

প্রেমঘটিত ফুলসজ্জায় যেতে লাগে প্রথমে টাইপ অনতিপরে সমর্পণ।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন