অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

"আমার প্রাণের 'পরে চলে গেল কে "




মন্দিরা ঘোষ
============



বিকেল পেরোতে পেরোতে ক্রমশ
ছোট হয়ে আসে তোমার ছায়া
চেনা বাউল মেঘে মেঘে বুনে চলে বৃষ্টির বালুচরি

তোমার আহত ঠোঁটে না ফেরার
ঠিকানা ফেলে যায় এক ঝাঁক বসন্তবাতাস

বিষণ্ণ চোখ নদী আঁকে একা একা
তিরতিরে কালো জলে ভাসে তোমার খোলা ছাদ
প্রিয় ফুলগাছে রজনীগন্ধার আপোষ

চোখ ছাপিয়ে ঝাপসা ঝাপসা তুমি

ঝুমকোলতা উঠোনে তোমার অগোছালো বিকেল
তুমি নামের সন্ধেতলায় টিমটিমে আলোর অভিমান

সমস্ত স্থাবর সত্যের পাশে হারিয়ে ফেলেছি
আমার একমাত্র সত্য তোমাকে

উদাস তানপুরায় চাঁদের যাদু ফুরিয়ে আসে
ঝুরো ঝুরো মেঘ বৃষ্টি হয়ে ওঠে কেবলি

 

৪টি মন্তব্য: