অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

দৃশ্যায়ণ


দেবাশিস মুখোপাধ্যায়

===========


দৃশ্যায়ণ -

ভোর একটু রামপ্রসাদী ছোঁয়ালে

হেসে ওঠে জবা

রাঙা হয়ে ওঠা পুকুরে মাছ পাখি

উড়ে যায়

আর্তনাদে

ছড়ানো জালে রোদের তীক্ষ্ণ দাঁত

 


দৃশ্যায়ণ - ২

 

পালকের আকাশে তার সাদা পেট

মেঘের জলটুকু ছুঁয়ে ভিজিয়ে ফেলে

যেন সে পরি

চিত হয়ে শুয়ে আছে

শূন্য বিছানায়

স্বপ্নসহবাসে

 


দৃশ্যায়ণ - ৩

 

 

গভীর সন্ধ্যা খুলে

তুলে নিচ্ছি সংলাপ একাকীত্বের

ধরা বাঁধা নিয়মের বাইরে যে জগত

পাখির  বাসায় তাকে তুলে রাখি

ছলছল হয়

অন্ধকার

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন