দিপ্সী দে
===========
আঠারো যখন ঘুরে দাড়াবে,
একুশ তখন বিজয় মিছিল করবে
সভ্যতায় নতুন সিরিজ হবে
পদানত অশৃঙ্খলতা ভেঙে যাবে
নতুন সূর্যের আগুনে রক্তমিছিলের ফাগুনে সত্যের
পথে জয়ের কেতন উড়বে
যা আছে যত লম্ফট আর শোষক ধুঁয়ে মুছে যাবে আসছে সেদিন.......
রক্তনদীর শেখরে পদানত সভ্যতার শেষ আর কিছুকালের
অপেক্ষায়.......
নতুন সভ্যতায় আঠারো
আবারো ইতিহাস গড়বে
সংখ্যাটা আঠারো
মনে থাকবে......
শুভেচ্ছা কবিকে!
উত্তরমুছুনপ্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন