জয়ন্ত চট্টোপাধ্যায়
=============
তোমাকে দেখেই জলছবি হারানো দিন
কথা আর ফুলের আঘ্রাণ।
বিশ্বাসে জোর ছিলো নাকি? স্বপ্নের ওমে
যত সুখ হঠাৎ বৃষ্টির শিলা জমেছিলো খুব।
জীবনের রসায়ন সঞ্জীবনী সুধা হয়ে
ক পরত গভীর গোপনে জমা মান্যতার
যন্ত্রযানে ক্ষণযাত্রা।
ব্রহ্মযুগের মতো নিঃসীম ক্ষয়িষ্ণু জীবনে
ভিন্নতর
সংজ্ঞার খোঁজ।স্বপ্নগুলো তুমিও ভুলেছো ?
গূঢ় প্লাবনের স্বরলিপি লাল ও সবুজ রং
টিট্টিভ ডাক মৃদুলয় বিরহবাতাস সব ঠিক
জমা ছিল খাঁজে অদৃশ্য পলল ধূসর
মলিন পাতা বিক্ষত রুমাল তুমি আছো
কোনো খাঁজে অথবা গোপন ভাঁজের ঘুমে
অবেলার সুখ।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রাখি ।খুব ভালো থাকুন আপনারা।সৃজনেই থাকুন।
উত্তরমুছুন