মিলি দাস
===========
কেউ কি খোঁজে আলগা হাতের ছোঁয়া
কেউ কি বোঝে না বলা সেই কথা
কেউ কি আসে স্বপ্নালু দুই চোখে
হয়তো পড়ে আছেই সাদা খাতা।
কেউ কি খোঁজে রাতের গহীন কোণে
কেউ হেঁটে যায় মুক্ত উঠোন দিয়ে
কেউ কি বলে শিউলি গুলো তোমার
গল্পগুলো হয়তো তোমায় নিয়ে
কেউ কি খোঁজে ঝরা পাতার দিনে
কেউ বলে কি পরিয়ে দাওনা বালা
কেউ বসে কি সবুজ ঘাসের উপর
হয়তো তার ও না ভোলা এক জ্বালা।
কেউ কি খোঁজে কোমল নদীর ধারে
কেউ আসে কি তীক্ষ্ণ শীতল ঢেউএ
কেউ বলে কি নূপুরখানি খোলো
হয়তো তারও দুঃখ গেছে সয়ে
কেউ খোঁজে কি মুমুর্ষ বিছানাতে
কেউ কি দেখে কুয়াশা মাখা চুল
কেউ বোঝে কি আগুন ঘেরা শরীর
হয়তো তারও সবটুকুতেই ভুল।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন