অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় গোবিন্দ

  


প্রেম মানে
==================
গোবিন্দ মোদক
==================


প্রেম মানে ভালোবাসা হৃদয়ের প্রীতি,

প্রেম মানে মন দেওয়া শাশ্বত রীতি।

প্রেম মানে তুমি আমি আর দু'টি মন,

প্রেম মানে হৃদয়ের আলাপ অনুক্ষণ।

প্রেম মানে পারস্পরিক নির্ভরতার টান,

প্রেম মানে হৃদয় কুঞ্জে অবিরত গান।

প্রেম মানে নির্ভরতা, পাশে থাকার আশ্বাস,

প্রেম মানে চাওয়া-পাওয়া, একান্ত বিশ্বাস।

প্রেম মানে অতলান্ত হৃদয়ের আহ্বান,

প্রেম মানে দু'টি মনের যুগলবন্দি গান।

প্রেম মানে হৃদয়ে হৃদয়, স্বর্গীয় এক দান,

প্রেম মানে জীবন পথে পরিণয়-সাম্পান।

প্রেম মানে সারাজীবন সঙ্গে থাকার ব্রত,

প্রেম মানে সহমর্মিতা, মোছায় মনের ক্ষত।

প্রেম মানে পদ্মপাতায় টলমলানো জল,

প্রেম মানে ঈশ্বরের দান – সুকর্মের ফল।

প্রেম মানে দু'জনেরই বাড়িয়ে দেওয়া হাত,

প্রেম মানে স্বর্গীয় ফুল, আসল পারিজাত!!

 

 

1 টি মন্তব্য: