অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ভরকেন্দ্র




রঞ্জনা রায়
===========


গন্ডিটা ক্রমশ ছোট হয়ে আসছে

এক দুর্বিসহ ত্রাসের লক্ষণরেখা ।

আমাদের চলাফেরা ওঠা-বসা

আমাদের হাসি-কান্নার একঘেয়ে রেওয়াজ

আমাদের দিনক্ষণ সহজ পাঠের হিসাব

গ্রাস করে লক্ষণরেখা ।

#

লোভের মারন মন্ত্রে

মহামারী উড়ে বেড়ায় সর্বত্র

কোটরের কাঠফাটা কোণে

মানুষ খোঁজে জীবনের আলো।

#

বেঁচে থাকার সামান্যতায় এখন বিষের ছোবল

আত্মপরতার দীপ জ্বলে অস্তিত্বের ভরকেন্দ্রে।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন