তমালী বন্দ্যোপাধ্যায়
==========
দিন কেটে যায় যেমনতেমন,
দিনযাপনের অভ্যেসে।
পেরিয়ে যাওয়া দুখের সাগর,
মায়ানদীর ধার ঘেঁষে।
পেরিয়ে যাওয়া সময়কে,
ধরতে কি আর পারি?
ভালোবাসাও কখন যেন।
ভীষণ সংসারী।
মুক্তি খুঁজি প্রতিপলে,
প্রতিদিনের অবসরে।
আনন্দটা কুড়িয়ে নিয়ে,
মুঠোয় নেবো ভরে।
মিহি সূতোয় জড়ানো আজ,
সম্পর্কের নিত্য ছোঁয়া।
মনও যেন অভিমানী,
বয়ে চলা স্বচ্ছতোয়া।
সবুজ কখন ধূসর হলো,
আবছায়া ওই পথের বাঁকে।
মনও কেমন আনমনা আজ,
স্মৃতির ধুলো সময় ঢাকে।
জীবন উঠোনে বিষাদ জড়িয়ে,
এভাবে সবাই বেঁচে আছি।
একই মৃত্যুভয়ের আলিঙ্গনে,
দূরে থেকেও কাছাকাছি।
অভিযোগ সব জড়িয়ে গিয়েছে,
জীবনের প্রতি পদক্ষেপে।
জীবনও ব্যস্ত হিসেব মেলাতে,
ষোল আনার নিক্তি মেপে।।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন