অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

অ-সময়ের কাল



অশোক রায়ের  দুটি কবিতা
 
 

অ-সময়ের কাল
=================


সাদা নয় কালো নয়

ধূসর দিন সব সারি সারি

ভেসে চলে সময়ের নদীতে

দিনের পরতে খেয়াল-খুশির নেই অধিকার

নেই ওঠানামা সুখ-দুঃখের শব্দ কোষ

চার দেয়ালের ঘেরাটোপে

ঝিঁ ঝিঁ-র একটানা ছেদহীন ক্ষত

মন পাংশু দিশাহারা

অর্বাচীন ইচ্ছেরা সক্রোধে ধাক্কা মারে

নিষেধের নিশ্ছিদ্র দেয়াল

জীবনের বালুতটে হারানো ঢেউ

আলস্যের চোরাস্রোতে ফল্গু হয়ে রয়

কর্মহীন অস্বচ্ছল দিনরাত্রির পালায়

টুকরো ইচ্ছেগুলো জেদ দিয়ে গেঁথে চলি

জীবন-মৃত্যুর উৎসব

অজানা ধুসর মেরু অভিযানে

ক্লান্ত আমি সময়ের হিসেব ভুলেছি।



যখন আর রইবে না নিরন্তর কালের বোঝা

উড়তে উড়তে নদী সমুদ্রে

তুলে নেব সুখ দু-ঠোঁটের ফাঁকে

সেদিন নতুন সুর্যোদয় ধুসর পেরিয়ে ।।









এ প্রলয়ের ঘুম নেই 

===============

 

এখন অখন্ড অবসর

তোমার দিকে চেয়ে থাকার

অনাবিল পরিসর

না-বলা অনেক মন খারাপের কথা

বেশ করে কুচিয়ে ঝাল ঝাল

নতুন রান্না করার সময় এখন

সারাদিন সুস্বাদু মিথ্যেগুলো বানিয়ে বানিয়ে বলা

ঘুমন্ত দুপুরে নিঃশঙ্ক বনবালার ছোঁয়া

সন্ধ্যেগুলোয় সিনেমার সাথে ওয়েব সিরিজ

শ্রমহীনের কর্মনাশা দিন

বেদুইন হয়ে ঘুরি মনের দুর্বল প্রান্তরে

চোখের সামনে রুজি-রোজগারহীন সমাজ

করোনার আঘাতে ছিন্নভিন্ন পরিবার

কর্মহীনের যজ্ঞসভায় লক্ষ বলিদান

আমি তুমি কেউ বাঁচব না

এ মহাপ্রলয়ের নিদান,

চলবে লড়াই ...

চিতাভস্মর বেদিতে জাগবে নতুন প্রাণ ।।

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন