অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কিশলয়


শঙ্খ মিত্র

==========

 

একলা গুমরে ওঠে অভিমানী ক্লাসরুম

সরল হাসি ভরা দুষ্টুমি হয়েছে কোথায় গুম!

সময়ের প্রতিধ্বনি শোনায় তীক্ষ্ণ বিদ্রূপ

শূন্য বেঞ্চিতে রয়ে গেছে তাদেরই প্রতিরূপ।

 

কবিতার পাতাবাহার বোর্ডে যোগ-বিয়োগ

সারাদিন হুটোপাটি ছোটাছুটি কত অভিযোগ।

আবার কবে আসবে ফিরে সেই বাঁধা ধরা ছক

কাটে সারাবেলা, পড়ে থাকে গুঁড়ো গুঁড়ো চক।

 

হু হু করে হাওয়া বয়, বাজে বিষণ্ণ রিংটোন

এ সময় জানে কতটা গভীরে তার অনুরণন।

এইতো সেদিনও ছিল নিত্য আসা-যাওয়া

শরতের মেঘে আজ বিষাদের গাঢ় ছায়া।

 

শুরুর ঘণ্টা উঠুক বেজে আর একবার প্রার্থনা-গান

সেরে ওঠো পৃথিবী-কোমল স্বরে সমবেত কলতান।

দাঁড়িয়ে আছে শূন্য বাড়ি বুকে নিয়ে সবুজের ঘ্রাণ

ছুটে ছুটে আয় তোরা নিয়মভাঙা কিশলয়-প্রাণ।

 

 

২টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ। পত্রিকার সর্বাঙ্গিন শ্রীবৃদ্ধি কামনা করি।

    উত্তরমুছুন