সুতপা পূততুণ্ড
========
বিষন্ন মেঘ যখন,কার্ণিশের
ছায়া স্পর্শ করে
বুঝতে পারি বৃষ্টি হবে
চরাচর ভেজাবে শরীর,
কোনো যুবতী যদি
ঘর ছেড়ে বাইরে দাঁড়ায়
প্লাবনে ভাসবে
বিস্তির্ণ নদীতীর।
পরন্ত বিকেলে ছুঁয়ে যাওয়া
কিছু দিনান্তের আলো,
নির্ধিধায় বলতে পারে
কোন আঁধারে জন্ম তোমার
কারে বেসেছো ভালো।
নিজস্ব সকাল উঠে আসবে
সব বিবশতা ভুলে,
জীবনের সব কথা
অসংকচে উড়বে
পালতোলা জাহাজের মাস্তুলে।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন