পরাগ ভট্টাচার্য্য
=========
ঝড়ের তান্ডবে, জীবনটা এলোমেলো,
উড়িয়ে নিয়ে গেছে সম্বলটুকু, বেঁচে থাকার সময়,
ঠেলে ফেলে দিয়েছে খাদে, অতীত ভবিষ্যৎ,
নিঃস্ব হয়েছি আগেও, আজ নিঃশেষ হবার ভয়,
টেনে হিঁচড়ে ফেলে গেছে, অজানা সীমানায়,
যার কাছেই খাড়া পাহাড়টির বৃত্তাকার বাঁক,
হাত পাগুলোও বেঁধে রেখে গেছে, উদ্বৃত্ত বলে,
ছিঁড়ে খাবে পাহাড়ী চিতা; শুনছে না কেউ ডাক,
যদি ভুল করে মুক্তি পাই, ভিক্ষাই আশ্রয় বলব না,
সচল হতে পারব কিনা, যথেষ্ট সন্দেহ আছে তার,
ঝড় আগেও এসেছিল, উড়েছিল গাছপালা, ঘর,
সময়ের মেশিনটা চালাও, যদি পার, শুরু হোক পারাপার।
রাস্তাঘাট চেনা চেনা, শুধু আলো যদি জ্বলে
আবার চলব পথে, মন চুপিচুপি কথা বলে,
বন্ধ দরজা যদি, আবার ওরা খুলে দেয়,
শূন্য থেকে হবে শুরু, উঠুক সূর্য বা যাক অস্তাচলে।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন