পায়েল সেন
=======
মুখপুস্তিকার স্মৃতির পাতায়
আজও ইতিহাসকে উস্কানি দেয় -
ফেলে আসা সময়ে তুমিকে
আমার সামনে দাঁড় করায়।
যে সম্পর্কের বোঝা বইছি
প্রকৃত অর্থে সে কবেই মৃত।
পচাগলা দুর্গন্ধ উপেক্ষা করেই
চলে আমার টিকে থাকার লড়াই।
সময় হয়তো ক্ষতে প্রলেপ দিয়েছে
কিন্তু ভাঙাচোরা মনটার কি করি?
অনুভূতির কাঠগড়ায় এলোমেলো ব্যাথা
আর বিষণ্নতার ছোটি সি মুলাকাত।
বিচ্ছেদের পরে ১০ ডিজিটের নম্বরে -
ফেলে আসা বসন্তে
হারিয়ে যাওয়া মানুষেরা
মনে রাখার অজুহাত খোঁজে ....
"The number you are trying to call is currently not in service"
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন