সুবীর ঘোষ
===============
সময়ের সাথে ভাব আড়ি করে
আজকাল অনেকেই ভাবে
সময়ের খিদে মেপে নেওয়া যায় ;
সময় দু'হাত পেতে ভিক্ষে চায় প্রসারিত জনপথে
ব্যবহৃত হতে চাওয়া রমণীর মতো ।
সময় তীরের বেগে ফুঁড়ে ফেলে
শীতের সাপের মতো শুয়ে থাকা ইচ্ছের তুলোগুলি ।
নিষ্ঠুর দেবতা হয়ে দশদিকে খন্ডগুলো ফেলে দিয়ে
নিজে নিয়ে বসে পড়ে আকাঙ্ক্ষিত তরলের বন্দনায় ।
আমরা সবাই ভাবি সময় গোলাম হয়ে
বোতলেই বন্দী থেকে যাবে আজীবন ।
কখনো সে দৈত্য বুঝি মুক্ত হয়ে
খুন করে রেখে যায় সময়ের অংশীদারদের ।
ঘনগাঢ় নিষ্পেষণে সুখ দিতে হলে
সময়ের নগ্ন ছবি ক্যানভাসে এঁকে নিতে হবে ।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
উত্তরমুছুন