তন্ময় ধর
=============
রঙের এক অস্পষ্ট দেওয়াল
আমাদের স্মৃতি ফিরিয়ে আনছে ক্ষয়ক্ষতির বাইরে
দৃশ্যের বদলে মাংস কেটে ফেলছে শূন্যতা
একটি সর্বনাশের রঙকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে বাঁচাতে
তুমি দেখে নিচ্ছো, মাংস সেদ্ধ হয়েছে কিনা
শীতল এক রঙের পাশে, অবেলার ভাতে
আরেকটু রোদ্দুর পড়ছে
মাংসটুকু খাই
নি আমরা
শুধু শূন্যতার ওপর আটকে আছে তেল-মশলার অনুপাত
ক্লান্ত এক বহুরূপী এখনো আলো ফেলছেে
জিভে
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন