অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ইচ্ছে ডানা


সৌরভ চাকী
=========

পেতেম যদি ইচ্ছে ডানা
শিকল ভেঙ্গে যেতেম উড়ে
সূর্য যেথায় অস্ত গেছে
দিনের শেষে ওই সুদূরে। 

মাটির গন্ধ গায়ে মেখে
ছুট লাগাতাম উড়িয়ে ধুলো
মেঠো পথে কুড়িয়ে নিতেম
ছেলেবেলার স্বপ্নগুলো।

পেতেম যদি ইচ্ছে ডানা
যেতেম উড়ে ওদের পাশে
বীর সেনানী লড়ছে যারা
দেশ মাতাকে ভালবেসে।

বরফ ঘেরা পাহাড় চূড়োয়
হাসতে হাসতে দিচ্ছে প্রাণ
ওদের কাঁধে কাঁধটি রেখে
নিতেম তুলে মেশিনগান।

পেতেম যদি ইচ্ছে ডানা
যেতেম উড়ে এমন দেশে
নেইকো যেথায় গরীব,ধনী
জাতের খেলা সর্বনেশে।

মানুষ যেথা সদাই সুখী
দুর্নীতি ঠাঁই অভিধানে
ছোট্ট একটি কুটির হবে
ফুলের মাঝে ঐ সেখানে।

কিন্তু হায়রে এ জীবনে
নেইকো ডানার দেখা
তাইতো যত ইচ্ছেগুলো
এই কবিতায় লেখা।


 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন