বিশ্বজিৎ দেবের দুটি কবিতা
নর্টিক্যাল
==========
নর্টিক্যাল দুর থেকে
এতো কাছে আসি, খুঁটে নিই
দানার সম্বল, কোটোরের তাপ, সর্পভয়
কোন মুগ্ধতা ছাড়াই
নভেম্বরের মাঝামাঝি যেরকম
শীতের পাখিরা আসে, তাদের অপলক
অভ্রগুলি ঝরে পড়ে মেগাসিরিয়্যাল
শেষে ....
কোন মুগ্ধতা ছাড়াই
যেভাবে রঙের প্রলেপগুলি সাফ হয়
সারা বছরের শেষে, শোকতাপ ভুলে
খড়কুটো আসে....
নন্দন
======
কত সহজেই আমি এঁকে ফেলি গ্রাম
নদীর সাকিন, উৎকীর্ণ শ্যাওলা পুকুর
হিন্দু মুসলমান
কত সহজেই আমি মিটিয়ে ফেলেছি পাটাতন, নৌকোর গলুইয়ের ঘাম
ফুঁটিয়ে তুলেছি পেস্টেলে আকাশ ও মাটির
চোরাটান...
এত সব এঁকে ফেলা শেষে
কাকে একা ফেলে চলে যাচ্ছে
ঘুম ঘুম তুলি,ইরেজারে ঘসে তুলে ফেলা
ঘাস,পাখিদের চাষজমি,ফলিডল
এতো সাদামাটা
কত সহজেই মেনে নিচ্ছে রঙ, হতবাক
চৌকো টেবিল!
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন