অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সর্বংসহা :



যাদব চৌধুরী
===========



এলোচুল কিশোরী শীতের দুপুরে

বুকের ভেতর বিষাদ নিয়ে

অতীত দিনের স্মৃতি হয়ে আছে l

হৃদয় পুড়ে গেছে শুদ্ধতার কামনায়

চুপ করে থাকা সমীচীন জেনে

না লেখা কবিতা শীতল অভিযোগ হয়ে

শিকড় গুটিয়েছে গভীর অন্তরে l

দু চোখের ইশারায় জীবন অপেক্ষা করেছে

সাদা পৃষ্ঠার খাঁজে খাঁজে আবেদন জমা দিয়ে l

আসা যাওয়ার ফাঁকে রস ফুরিয়ে গেলে

উপোসী হৃদয় হাতে তুলে নেয় না আদর l

গভীর রাত চিঠি লেখে সকালের ঠিকানায়

যন্ত্রণা গাঢ় হয়ে গেলে শব্দ কমে গিয়ে

শিকড় ছড়ায় নিজের চারপাশে l

জীবন গাছের মতো সর্বংসহা

আঘাত ভালোবাসা সমার্থক হয়ে যায় l





 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন