মৌসুমী রায়
=======
সময়
শহর আমার ডুবে আছে যন্ত্রণায়
ভালোবাসা এখন কাছে আসবে না
তার শহরে একই অসুখের ছোঁয়া...
ভালোবাসা-বাসির এখন প্রশ্নই ওঠে না।
আকাশে পাখির ডানায় জড়াচ্ছে মাঞ্জা
কাটছে ডানা মুখ থুবড়ে পড়ছে ভালোবাসা
আমার শহর ভীষণ রকম ঘিঞ্জি
এ শহরে বন্ধঘরে জব্দ ভালোবাসা।
অসময়
তোমার শহরের যন্ত্রণার রঙ একই
নিয়মের জাঁতাকলে বাঁধা জীবন মরণ
আমি আজো তোমার হয়েই বাঁচতে চাই
ভালোবাসার কথায় তোমায় করি স্মরণ।
ভালোবাসা ভীষণ ছোঁয়াচে অসুখ
সিমপ্যাথিতে সারেনা এমন যন্ত্রণা
তোমার আমার শহর ধুঁকছে একাকীত্বে
তবুও এখন ভালোবাসা ভীষণ রকম মানা।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন