অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

হাঁটা


কথিকা বসু
==========


কথা ছিল এবার যখন বাবলু ফিরবে,

মায়ের জন্য নতুন শাড়ি নিয়ে আসবে সাথে।

রহমতের বাড়িতেও সবাই ভেবেছিল,

আসছে বছর বর্ষার আগেই ঘরের চালটা মেরামত হয়ে যাবে।

যীশুর কাছে বোন আবার আব্দার জানিয়েছিল, একটা কমদামী মোবাইলের।

ওরা সবাই বাড়ি ফিরছে ঠিকই,

কিন্তু সব হিসেব ওলটপালট করে,

হাঁটতে হাঁটতে।

ক্লান্তির ভারে, ওদের শরীরের প্রতি শিরা ছিঁড়ে যাচ্ছে অসহ্য, অব্যক্ত

যন্ত্রণায়।

মাথার ঘাম পড়ছে পায়ে,

পা থেকে রক্ত বেরিয়ে মিশে যাচ্ছে ধুলোয়,

তবুও ওরা হাঁটছে।

বাবলু, রহমত, যীশু,

যাদের পোষাকী নাম পরিযায়ী শ্রমিক, তারা সবাই,

একটা গোটা ভারতবর্ষ,

বাড়ি ফিরছে, মাইলের পর মাইল পায়ে হেঁটে।

ওদের চোখের জল শুকিয়েছে আগেই,

পেটে জমেছে একযুগের খিদে,

কতদিন ওরা চোখে দেখেনি, একথালা গরম ভাত।

হাঁটতে হাঁটতে কেউ লুটিয়ে পড়েছে পথেই,

কারোর ওপর দিয়ে চলে গেছে বড় চারচাকার গাড়ি।

তবুও দীর্ঘশ্বাস ফেলে ওরা থামেনি,

হেঁটেই গেছে,

একটা গোটা ভারতবর্ষ বাড়ি ফেরার জন্য হেঁটেই গেছে।

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন