সুতনু হালদার
=========
#
গোয়ার্তমির এই মেঘ, স্ক্রুটিনি করে
বুঝিয়ে দিল এখনকার দুপুরগুলো
প্রতিবন্ধী; রাংতায় মুড়িয়ে রাখি সময়
সময় মুড়িয়ে রাখে আমায়
# #
এই দ্যাখো মচমচে জ্যোৎস্নার ঢল,
এবার থেকে কথার ভেতরের উপকথাগুলো
মেমোরি ভরাতে গিয়ে নদী হয়ে উঠবে;
তারপর চশমার কাচে নুন রেখে
সমুদ্রের স্বাদ নিতে শিখি
# # #
এলোমেলো শান্তিগুলো হঠাৎই
সরীসৃপের হয়ে ওঠে;
আকাশের শরীরময় শৃঙ্গার
তুলোর বান্ডিল থেকে বেরিয়ে এসে
এক গঙ্গাফড়িং মুক্তির অপাঠ্য জঙ্গলে
কাকতাড়ুয়া দ্যাখে! খোলাচুল বেঁধে ফেলে দ্রৌপদী।
পোর্ট্রেট জুড়ে সুখোই থেকে রাফায়েল
আমাদের রূপকথা লেখে...
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আপনাকে।
উত্তরমুছুন