অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

জলচর


অনিন্দিতা সেন

===========

বেহায়া চোখ খোঁজে বেদনার জলচর ঘর,

এই অবেলায় কেউ কাছে নেই কেউ থেকেও নেই

হেঁটে যাওয়া ক্লান্ত পথ 

ছাতিম ছায়ায় অবিচল পথিকবর।

অন্ধকারেও হাতরে বেড়ায় যে আলো

নিজেকে খুঁড়ে ফেলে জমিন আসমান

ব্যথাময় কথা মাপে শব্দের সাজানো সম্মান

এমন ভাবেও ফিরে আসা ভালো।

মহামারী শেষে বাষ্পে যদি ভাসি

নির্ঘুম দুপুরের অস্থির উচাটন

শব্দদূষণে প্রলয় মাখামাখি 

ছুঁড়ে ফেলে দিয়ে জড়িয়ে নেওয়া জ্বর।

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন