অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মেনে নিতে হচ্ছে


শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
===============
              


আলিঙ্গনের মাঝে তিন ফুট দূরত্বকে
মেনে  নিতে হচ্ছে।
চোখে চোখে ছড়িয়ে পড়া ভয়ের সংক্রমণকে
মেনে নিতে হচ্ছে ।
ঘরে ফেরার জন্য ফেটে যাওয়া পায়ের
অবিরাম পথচলার শব্দকে
মেনে  নিতে হচ্ছে।
ঘরে ফিরতে চেয়ে
রাস্তায় পিষে মরে যাওয়ার শব্দকে
মেনে নিতে হচ্ছে ।
দুপাশে বিস্তীর্ণ  মৃত্যুর মাঝে
এবড়ো খেবড়ো গলিপথে
মাস্কের আড়ালে ঢাকা একমুঠো
দমবন্ধ জীবনকে
মেনে নিতে হচ্ছে।

মানতে মানতে  বেঁকে যাওয়া মেরুদণ্ডের 
প্রহৃত জীবনে
ক্ষমতালোভী ভাইরাসের
উদ্ধত উল্লাসকে
মেনে নিতে হচ্ছে।

 

 

২টি মন্তব্য:

  1. এই করোনাক্রান্ত সময়ে মানুষের মর্মবেদনা চমত্কার ফুটে উঠেছে কবিতাটিতে।'মাস্কের আড়ালে ঢাকা একমুঠো দমবন্ধ জীবনকে মেনে নিতে' সত্যিই খুব কষ্ট হচ্ছে!

    উত্তরমুছুন
  2. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন