অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

চাই স্বস্তির নিশ্বাস


সাহানুকা হাসান শিখা

=============

অপশক্তির কালো হাত 

রুদ্ধ করলো নিশ্বাস। 

ওদের আর করবে না কেউ

কখনই বিশ্বাস। 

দুখের ঐ কালো পতাকা

উড়ছে আজ আকাশে। 

শ্বাস কেন পারছে না নিতে

পৃথিবীর মুক্ত বাতাসে

অসুস্থ এই ধরত্রি আজ

পঙ্গু মানব জাতী। 

উঠে দাঁড়াও হে শোষিত পন্য,

শোষকের মুখে লাথি। 

মানবাতা কেন পড়ে আছে,

রাস্তায় মুখ থুবড়ে?

সাধারণ মানুষের হৃদয়টা

খাচ্ছে কুরে কুরে। 

মানুষকে তোমরা করো না ঘৃনা

মানুষ মানুষের জন্য। 

রক্তের রং সবারই রাঙা,

বোঝে নে রে জঘন্য।

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন