অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বেঁচে থাক ভালোবাসা


 সামসুন্নাহার ফারুক

===============

তোমাকে ভাবতে ভাবতে তরকারিতে
নুনের বদলে চিনি দিয়ে ফেলেছি
দারুন মনস্তাপে ভুগতে ভুগতে
গরম খুন্তিতে হাতটা পুড়ে গেল
ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে
বেমালুম ভুলে গিয়েছিলাম
তিনদিন পর এই এখন শুকাতে দিলাম
এমন কেন হচ্ছে বুঝতে পারছি না
এমন বেভুলো হলে আর যাই হোক
সংসার করা চলে না

জানো তো তোমার ওই মঙ্গোলিয়ান ছাঁটের
মুখখানার প্রতি দারুন আকর্ষন আমার
মনের মনিটরে একবার ভেসে উঠলে
মস্তিষ্কের নিউরণ গুলো বেদিশা হয়ে যায়
শরীর বিছিয়ে ওম পোহাতে ইচ্ছে করে
মনে হয় রান্না বান্না চুলোয় যাক
আমার ভালোবাসা বেঁচে থাক

এত সবের পরও কি আশ্চর্য
খেতে বসে বললে " দারুণ হয়েছে,
ঠিক এমনটাই আমার পছন্দের "
ঠাট্টা কোরছ ভেবে রাগে অভিমানে
চোখ থেকে গড়িয়ে পড়লো
ল্যাক্রিমাল জলধারা
কাছে টেনে বন্য আচরনে ফোটালে হাসি
বিশেষ এই ক্ষণটাতেই মনে হলো
ও চোখের চাহনিটা দারুন সর্বনাশা
আর এই তুমিটাকেই তো আমি ভালোবাসি ।




৩টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  2. আপা...............! কী লিখেছেন এটা! রোমাঞ্চকর! রোমাঞ্চ উপছে পড়ছে!ঠিক যেমন উনুন জুড়ে দুধের হাড়ির বলক উঠা দুধ টগবগিয়ে ফুটতে ফুটতে উতলে পড়ে!!!! কানায় কানায় ভরে গেলো মনটা আমার!

    উত্তরমুছুন